মাহমুদুল্লাহ
মাহমুদুল্লাহকে টেস্ট খেলতে নিষেধ করলেন কোচ রাসেল ডমিঙ্গো

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মাহমুদুল্লাহকে টেস্ট খেলতে নিষেধ করলেন । আজ শুক্রবার সংবাদমাধ্যমের কাছে এই খবর প্রকাশ করা হয়েছে।


আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচটি মাহমুদুল্লাহ খেলতে পারবেন না । এটাও জানিয়েছে বাংলাদেশ প্রধান কোচ রাসেল ডমিঙ্গো । বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার খেলা ২২ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে । তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি একটি টেস্ট খেলা মধ্যদিয়ে ।

ইদানিং আগের মত পারফরম্যান্স করতে পারছেনা মাহমুদুল্লাহ। সবথেকে বেশি কম খেলতে পারছেন টেস্ট ক্রিকেটে, সর্বশেষ ১০ ইনিংসের মাত্র একটি হাফসেঞ্চুরি থাকে সেটি ছিল ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে।

মাহমুদুল্লাহ এখন পর্যন্ত ৪৯ টি টেস্ট খেলেছে যার মধ্যে ৪টি সেঞ্চুরি আছে । টেস্টে ২৭৬৪ রানের মালিক হ্যেছেন। হাঁকিয়েছেন ১৬টি হাফ সেঞ্চুরি। 

Post a Comment

Previous Post Next Post