কাঁকড়া ও কুচে রপ্তানি
করোনা ভাইরাসের কারণে কাঁকড়া ও কুচে রপ্তানি বন্ধ

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ কাঁকড়া ও কুচে রপ্তানি এখন বন্ধ।

করোনা ভাইরাসের কারণে রপ্তানি ক্ষেত্রে হোঁচট খেলো বাংলাদেশ। করোনাভাইরাস এ আতঙ্কে সারাদেশ , ভোগান্তিতে পড়ছে বাংলাদেশ। বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলে চাষ করা হয় কাঁকড়া ও কুচে। 


উপকূলীয় অঞ্চলের মানুষ কাঁকড়া ও কুচে চাষ করে জীবিকা নির্বাহ করে। রপ্তানি বন্ধ হওয়ার কারণে অনেক ব্যবসায়ীরা অনেক লস এর সম্মুখীন হচ্ছে। এরকমভাবে রপ্তানি বন্ধ থাকলে কোটি কোটি টাকা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ।

কাঁকড়া ও কুচে রপ্তানি করা হতো সিঙ্গাপুর, থাইল্যান্, হংকং ,ব্যাংকক ,মালয়েশিয়া কয়েকটি দেশে রপ্তানি করা হলেও সেখানকার আগের মত নেই ব্যবসা নেই। রপ্তানিকারকদের মাতে বাংলাদেশের এখন প্রায় ২০০ কোটি টাকার কাঁকড়া ও কুচিয়া মজুদ আছে প্রায় ।

Post a Comment

Previous Post Next Post