প্রথম টেস্ট জয় প্রয়োজন
প্রথম টেস্ট জয় প্রয়োজন তাইজুল

তাইজুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এক ইনিংসে সেরা বোলিং করেছেন । রতন গত বছর  ২০১৪ সালে মিরপুর টেস্টে তাইজুল ইসলাম ৩৯ রান দিয়ে ৮ উইকেটে পেয়েছিলেন  । ২৮ টি টেস্টে খেলে ১০৮ উইকেট পেয়ে উল্লাসে আছে। তার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে রয়েছে ৩৫ টি উইকেট ।সর্বশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি  ২ টেস্ট খেলে ১৮ উইকেট নিয়ে সিরিজের সেরা বোলার সেরা বোলার হিসেবে গণ্য হয়েছিলেন ।

প্রতিনিয়ত জিম্বাবুয়ের বিপক্ষে তিনি  উইকেট নিয়ে ভাল সফল হতে পারেছেন । প্রতিটি ম্যাচেই তিনি ভাল পারফরমেন্সের দিয়ে বেশি উইকেট পেয়ে খ্যাতি অর্জন করেছেন । প্রতিটি ম্যাচে যেমন বোলিং করেছেন তেমনি ফিল্ডিং এও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন । জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন বোলিং এর ভেল্কিতে তাদের ধরাশায়ী করতে বাধ্য করে তিনি। 


আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে এমন প্রশ্নে আপত্তি জানালেন তাইজুল, ‘আমি শুধু জিম্বাবুয়ের বিপক্ষেই উইকেট পেয়েছি এই কথাটা আসলে ভালো লাগল না। আমি প্রতিটি দলের বিপক্ষে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য চেষ্টা করি । প্রতিটি দলই খারাপ বলে বিবেচনা করা যায় না । প্রতিটি দলের একটি সঠিক জায়গায় বডিং করলে সেরা বোলিং হবে । উইকেট এর দেখা মেলে খুব সহজে, সে যত ভালো ব্যাটসম্যানই হোক না কেন তাকে ধরাশায়ী হতে হবে।



গত ২০১৮ সালের জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশে হেরে ছিল । সেটিতেও তাইজুল ইসলাম পেয়েছিল ১১ টি উইকেট । জিম্বাবুয়ের কাছে এখন যেকোনো হার মানেই তুমুল সমালোচনার তাইজুলের দুর্দান্ত স্পিনিং বলিংয়ের ভেলকি । ২০১৮ সালের জিম্বাবুয়ের বিপক্ষে ওই টেস্টে  ম্যাচটির আমরা খারাপ খেলেছি । শুধু ব্যাটিংয়ে নয় বলিংয়ে ও অনেক খারাপ হয়েছিল বলে আমরা ভালো করতে পারিনি । এ কারণে হেরে ছিলাম। সেই সিরিজের পরের টেস্টে আমরা ভালো খেলেছি বলে জিতে পেরেছি।। ভালো ক্রিকেট খেলতে ভালো ব্যাটিং ও ফিল্ডিং দুটোই প্রয়োজন । ভালো না খেললে হারাটাই স্বাভাবিক বলে আমি মনে করি ।’

জিম্বাবুয়ে চাইছে মিরপুরে এবারও সিলেট টেস্টের মতই আমাদের হারাতে।  অন্যদিকে তাইজুল বলছেন, নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার জন্য ২২ ফেব্রুয়ারি মিরপুর টেস্ট তাঁদের জেতা প্রয়োজন । এই ম্যাচটা আমাদের যেটা প্রয়োজন তাহলে আত্মবিশ্বাস বাড়বে । খেলার প্রতি বেশি আগ্রহী হবে, খেলোয়াড়দের জেতার কনফিডেন্স বেড়ে যাবে। 


জিম্বাবুয়ের বিপক্ষে খলতে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল প্রতিদিন অনুশীলন করছে । প্রথম দিনে উপস্থিত ছিলেন ৮ ক্রিকেটার বাকিরা যোগ দেবেন কাল থেকে। তাদের বিপক্ষে আমরা ভালো বোলিং ও ফিল্ডিং এ পারফরম্যান্স ভালো করলে ইনশাল্লাহ আমরা জিততে পারবো ।

Post a Comment

Previous Post Next Post