সাকিব আল হাসান |
বাংলাদেশের স্পিন ভয়ঙ্কর চাকাভা | জিম্বাবুয়ে উইকেটরক্ষক - ব্যাটসম্যান রেগিস চাকাভা, এক বক্তব্যে বলেন রাউন্ডার সাকিব আল হাসান না থাকলেও বাংলাদেশের স্পিনার নিয়ে আতঙ্কিত তারা। তিনি বলেন সাকিব না থাকলে কিভাবে বাংলাদেশের দলে এখন স্পেন নিয়ে শক্তিশালী দল এখন ।
তিনি আরো বলেন বাংলাদেশি স্পিনারদের নিয়ে তাদের একটু বেশি ভয়। আজ সোমবার মিরপুরে ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করতে গিয়ে এক বক্তবে সে বলেন । সাকিব আল হাসান স্পিনারদের মহান নায়ক ছিলেন। তবে বর্তমানে শাকিবের মতোই বাংলাদেশে অনেকেই স্পিনে ভালো দক্ষ হয়ে উঠেছে ।
তবে সাকিব না থাকলে প্রতিদ্বন্দ্বিতা কমই হবে সে জানালেন । তাদের একটি লক্ষ হয়ে দাঁড়িয়েছে স্পিনারদের সাথে লরাই করা। বাংলাদেশের স্পিনারদের সামলানো তাদের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে । তবে এবার ভালো করার বিষয়ে আমরা আশাবাদী ।
জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে খেলতে এসেছিল সর্বশেষ ২০১৮ সালে । ঐ ম্যাচ টি ড্র হয়েছিল ১-১ সমতায় টেস্ট সিরিজ । আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচেও ভাল পারফর্মেন্স প্রদর্শনের আশা করছে সফরকারী জিম্বাবুয়ে দল।
চাকাভা |
চাকাভা | বাংলাদেশের সাথে প্রথম জয়টি ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টায় তারা । চাকাভা বলেন আমাদের দরকার সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে খেলাটি জয় করার ম্যাচের দিকে তাকানোর । আমরা গতবার যে রকম ভাবে সিলেটে অনুষ্ঠিত মাঠে জয় পেয়ে ছিলাম । সেরকম পারফরম্যান্স দেখাতে পারে সম্ভাবনা রয়েছে আমরা এবার বিজয় লাভ করতে পারব ।
নিজেদের মাঠে বাংলাদেশ সবসময়ই শক্তিশালী দল হিসেবে পারফরম্যান্স দিয়েছে তারা। চাকাভা আরও বলেন, 'বাংলাদেশ দল সব সময় আমাদের প্রতিদ্বন্দ্বী দল। তাঁদের সাথে লোরতে আমরা শুধু নিজেদের ভাল ফারফর্মেন্সের দিকেই বেশি জোর দিচ্ছি। বাংলাদেশ স্কোয়াড নিয়ে খুব বেশি ভাবতে চাই না আমরা।
এদিকে বাংলাদেশের অধিনায়ক এক বক্তব্যে বলেছিলেন , শাকিব না থাকলেও দলের কোনো কমতি পড়বে না । আমরা স্পেনকে ভালো জোর দিয়েছে তাদের সাথে লড়তে একমাত্র স্পিন পারে তাদের সাথে দেওয়াল হয়ে দাঁড়াতে। তবে শাকিবকে মাঠে মিস করবে তারা । জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন বোলার সাকিব একটি ভালো দেওয়াল হয়ে দাঁড়াতে পারত । এবার আমরা সাকিব ছাড়াও ভালো স্পিনার রয়েছে আমাদের মাঝে।
প্রতিদিনের ক্রিকেট সংবাদ পেতে এখানে ক্লিক করুন