জেমি ডে |
জেমি ডে | বাংলাদেশের ফুটবল দলের কোচ জেমি ডে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষেই ছুটিতে ইংল্যান্ডে গিয়েছেন । লীগ শুরু হওয়ার আগেই ঢাকায় আসার কথা ছিল তার। কিন্তু তার পুরো পরিবার জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় আসতে পারেনি ।
ছয় সদস্যের পরিবার নিয়ে ১০ দিন যাবত ভুগছে বাংলাদেশের ফুটবল দলের কোচ। তিনি ইংল্যান্ড থেকে bdbestnews কে জানিয়েছেন । জেমি ডে চার ছেলের সন্তান নিয়ে সুখী পরিবার ।
জেমি ডে কে জিজ্ঞেস করা হয়ে ছিল তিনি কবে দেশে আসবেন, এর উত্তরে তিনি জানান প্রায় ১০ দিন হতে চলল পুরো পরিবার ভাইরাস জ্বরে ভুগছে । শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে
ইংল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে ১৯ ফেব্রুয়ারি এই পরিকল্পনার কথাও জানান।
বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচের মধ্যে চারটি খেলেছে বাংলাদেশ। চার ম্যাচের তিনটি এ বছর দেশের মাটিতে খেলবে জেমি ডের দল। নতুন বছরে আফগানিস্তানের বিপক্ষে ২৬ মার্চ প্রথম ম্যাচটি খেলবে। সেদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থাকায় ম্যাচটি হবে সিলেট স্টেডিয়ামে। এখন পর্যন্ত কাতার বিশ্বকাপের বাছাইয়ে ৪ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ করেছে মাত্র ১ পয়েন্ট।