তোর সখিরে ভালোবাসা
(নীলুফা ইয়াসমিন)
Valentine's Day |
তোরে বলি গো সুজন সখা।
তোর সখিরে দিয়োগো
নানা রঙের ফুলের তোরা।
আরো দিয়োগো তার চুলের খোপাতে
একটি গাঁধা ফুলেরো মালা।
তোমার সখি তোমারো কাছে
আর যদি চায় তার দুহাত ভরা
মাটির কাচেরো চুড়ি।
যদি পারো
সেও কিনে দিয়ো ওগো সুজন সখা
তোমারি প্রিয়োতমা সখিরে।
এই দিনে ওগো সখা
নিয়োগ সখা তারে মনের মতন
যথা সময়ের যথা স্থানে।
তারে আরো কিনে দিয়োগো
ঝাল মুড়ি আর ফুছকা কিংবা
তারি পছন্দ করা এক ঠোঙ্গা বাদাম।
তার পর দুজনে মেঠো পথটি ধরে
আস্তে, আস্তে করে
ফিরিয়োগো যে যার বাড়িতে ।