গেইল
নিজের ছাপ রাখতে উন্মুখ গেইল

মিরপুরে শনিবারের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলবে গেইলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজশাহীর বিপক্ষেই নিজের প্রথম ম্যাচে ফিরেছিলেন ১০ বলে ২৩ রান করে। এবার বড় ইনিংসে নজর বাঁহাতি ওপেনারের।
প্রথম আসর থেকে বিপিএলের সঙ্গী গেইল। বাংলাদেশে খেলতে সবসময়ই উপভোগ করেন। জানালেন, ফিরতে চান পরের আসরেও।
“এটা এমন জায়গা যেখানে এসে খেলা যায়। বিশেষ করে ভক্তদের যে সমর্থন পাওয়া যায় সেটি ভালো করতে বাড়তি তাড়ানা দেয়। তারা বিনোদন চায়। কখনও কখনও এটি খেলোয়াড়দের বাড়তি উজ্জ্বীবিত করে। খেলোয়াড় হিসেবে আমার লক্ষ্যও তাই।”
“বাংলাদেশে এতগুলো বছর ধরে খেলা অসাধারণ একটি ব্যাপার। আমি খুব উপভোগ করেছি। এবার কেবল একটু দেরিতে এসেছি। পরেরবারও ফিরে আসার দিকে তাকিয়ে আছি।” 

Post a Comment

Previous Post Next Post