সুপার ওভার |
সুপার ওভার | ওয়ানডে বা টি-টোয়েন্টিতে ম্যাচ টাই হলে সুপার ওভারের খেলা নিয়ম প্রচলিত। আগের এই নিয়মকে যদি বদলানো হয়, সুপার ওভার না খেলে যদি 'রক, পেপার, সিজার' খেলে জয়-পরাজয় নির্ধারণ করা যায় । এরকম একটি 'প্রস্তাব' দিয়েছে খোদ আইসিসি ।
নিউজিল্যান্ড সাতটি টি-টোয়েন্টি খেলার মধ্যে সুপার ওভারের মুখ দেখেছে। এই সাত টি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড জিতেছে মাত্র একবার। বাকি ছয়টিতেই হেরেছে । গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা একটু ভাবুন, সুপার ওভারের যন্ত্রণায় সেই নিউজিল্যান্ডই পড়েছিল।
সুপার ওভারের প্রতি নিউজিল্যান্ডের খেলোয়াড়দের বিরক্ত থাকাটা স্বাভাবিক। কিউই অলরাউন্ডার জিমি নিশাম সুপার ওভারের নিয়ে কথা বলেছেন বেশ কয়েকবার। এবার আইসিসি নিশামদের জন্য অভিনব 'প্রস্তাব' নিয়ে এল।
আরো খবর পড়তে এখানে ক্লিক করুন www.bdbestnews.com